জবির গ্রীস্মকালীন ছুটিতে চলমান থাকবে পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৩১ মে, ২০২২, ১ year আগে

জবির গ্রীস্মকালীন ছুটিতে চলমান থাকবে পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ৫ জুন রবিবার থেকে ৯জুন বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ সময়ে পরীক্ষা গ্ৰহনসহ অন্যান্য কার্যক্রম চলমান থাকবে।

গতকাল সোমবার (৩০মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি থাকলেও খোলা থাকবে সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ। এবারের ছুটি ৫দিন হলেও শুক্রবার ও শনিবারের সরকারি ছুটি মিলিয়ে ৭দিন বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ-আল-মাসুদ পত্রিকা ৭১ অনলাইনকে মুঠোফোনে জানান, ক্লাস বন্ধ থাকলে পরিবহন বন্ধ থাকবে এরপরেও উপাচার্য মহোদয় যদি কোন নির্দেশনা দেন তাহলে পরিবহন নিয়ে সে অনুযায়ী সিদ্ধান্ত হবে।

হল খোলা থাকবে কী না এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে হল খোলা রাখা হবে। যেহেতু অনেক বিভাগে গ্রীষ্মকালীন ছুটিতে পরীক্ষা চলমান থাকবে। সেদিক বিবেচনায় রেখে হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

পত্রিকা একাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news