সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী নাহিদার সাফল্য

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

১৮ মে, ২০২২, ১ year আগে

সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী নাহিদার সাফল্য

''জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২'' উপলক্ষে উপজেলা/থানা পর্যায়ে লোকনৃত্যে প্রথম হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগ এর শিক্ষাবর্ষ ২০১৮-১৯, স্নাতক ৩য় বর্ষের ছাত্রী নাহিদা সুলতানা অণু।

বুধবার (১৮ই মে) পুরান ঢাকার বাংলাবাজারে অবস্থিত কে, এল, জুবলি স্কুল এন্ড কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে কোতয়ালী থানার অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় লোকনৃত্যে প্রথম স্থান অর্জন করেন।

গত ১১ই মে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২২৪ নং কক্ষে লোকনৃত্য ক্যাটাগরিতে প্রাথমিক বাছাইয়ে মনোনীত হওয়ার পরেই উপজেলা পর্যায়ে ডাক পান নাহিদা সুলতানা।

এদিকে নাহিদা সুলতানার সাফল্যে সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত। তাঁর অগ্রজ, সহপাঠী ও অনুজেরা নাহিদার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

নাহিদার অনুজ রাফী মোহাম্মদ সাফিন জানান, ''অণু আপুর সাফল্যে আজকে সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগ ছাপিয়ে পুরো কলেজ গর্বিত। উনাদের উত্তরসূরী হতে পেরে গর্ব অনুভব করছি।''

নাহিদা সুলতানার সহপাঠী তাজমিরা তামান্না তিশা বলেন, ''নাহিদার এই সাফল্য প্রাণিবিদ্যা বিভাগ ও সোহরাওয়ার্দী কলেজকে আরও একবার প্রশংসিত করেছেন। আশা করছি পরবর্তীতে জাতীয় পর্যায়েও নাহিদার এই সাফল্য অব্যাহত থাকবে। ''

নাহিদার অগ্রজ সাইফুল ইসলাম তুহিন জানান, ''প্রথম বর্ষ থেকেই নাহিদা নবীনবরণ ও ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠানে নিজের নৃত্য দিয়ে সকলের মন জয় করা শুরু করে। নাহিদার এই সাফল্যে গর্বিত সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থী।''

নাহিদ সুলতানার সাফল্যে সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত জাহান নূর তাঁকে অনেক অভিনন্দন ও শুভকামনা জানান।

এই ব্যাপারে নাহিদা সুলতানার কাছে জানতে চাইলে তিনি জানান, ''ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার বিশেষ আকর্ষণ কিন্তু এখন পর্যন্ত তিনি কখনও কোথাও নাচ শিখেন নি।

আরও যুক্ত করেন, সহজ ছিল না তাঁর এই পথচলা বিগত দুইদিন যাবত তীব্র গরমের কারণে ১০৩ ডিগ্রি জ্বর ও বমি ভাব নিয়েও অংশগ্রহণ করেছেন লোকনৃত্য প্রতিযোগিতায়। এতে তাঁর মনোবল জুগিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থী এবং লোকনৃত্যে প্রথম হওয়ায় আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।''

পত্রিকা একাত্তর /অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news