অংকনের রহস্য জনক মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরব ভূমিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১১ মে, ২০২২, ১ year আগে

অংকনের রহস্য জনক মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরব ভূমিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অংকন বিশ্বাসের মৃত্যুর ঘটনা উদঘাটনের দাবি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। রহস্যজনক মৃত্যুর তিন দিন অতিবাহিত হাওয়ার পরে ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

বুধবার(১১মে) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অংকনের ছবি সামনে রেখে মোমবাতি প্রজ্জ্বলন করে এ দাবি জানান তারা। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাসহ অংকনের সহপাঠীরা উপস্থিত ছিলেন। ইংরেজি বিভাগে অধ্যয়নরত সকল ব্যাচের পক্ষ হতে এই নিরবতা কর্মসূচি পালন করা হয়।

নিরবতা কর্মসূচি পালন শেষে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা জানান “আমাদের সহপাঠী অংকন বিশ্বাসের রহস্যজনক এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এই মৃত্যুর পেছনে কী আছে তা খুজে বের করার জোর দাবি জানাচ্ছি”। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট সাধারণ শিক্ষার্থীবৃন্দ সুষ্ঠু তদন্ত ও অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন। অংকনের রহস্যজনক মৃত্যুর তিন দিন অতিবাহিত হাওয়ার পরে ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরব ভূমিকা পালন করতেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এসময় উপস্থিত অংকনের এক সহপাঠী নাহিদ হাসান রবিন জানান, অংকনকে আর ফিরে পাবো না কখনোই। তবে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য অবশ্যই সুষ্ঠু তদন্ত হতেই হবে। নইলে ভবিষ্যতে আমরা আরও এমন অনেক অংকনকে হারাবো৷

শিক্ষার্থীরা জানিয়েছেন আগামীকাল ১২মে বৃহস্পতিবার তার মৃত্যুর সঠিক বিচারের দাবিতে শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা। অংকনের মৃত্যুর বিচারের দাবিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা বর্জন করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর আজগর আলী হাসপাতালে অংকনকে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে গিয়েছিল তার স্বামী। পরবর্তীতে স্বাস্থ্যের অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৭ মে রাত ১১ঃ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। এঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি পুলিশ ফাইল দায়ের করা হয়েছিল।

পত্রিকা একাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news