জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে আয়োজন

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

১১ মে, ২০২২, ১ year আগে

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে আয়োজন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শুরু হয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম।

বুধবার (১১ই মে) অত্র কলেজের ২২৪ নম্বর কক্ষে শুরু হয় এর আনুষ্ঠানিকতা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াছমীন ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক ও রসায়ন বিভাগের প্রধান ড.মোঃ অরশাদ হোসেন চৌধুরী।

এদিন বেলা ১২টায় এ প্রতিযোগিতামূলক কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ মহোদয়। এসময় তিনি বলেন, ''শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এধরনের প্রতিযোগিতামূলক কার্যক্রম তাদের মেধাবিকাশের অন্যতম প্রধান সহায়ক। এ লক্ষ নিয়ে পালিত হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২। এধরণের শিক্ষা মূলক কার্যক্রম শিক্ষার্থীদের মেধাবিকাশের পাশাপাশি পড়াশোনাতেও আগ্রহী করে তুলে। ''

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে অত্র কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক, ডিগ্রী, মাস্টার্স এ দুইটি বিভাগের ১৫টি ক্যটাগরিতে চলছে এই প্রতিযোগিতা কার্যক্রম যা আগামী ১২মে পর্যন্ত চলবে।

পত্রিকা একাত্তর /অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news