বাঁচতে চায় জবি শিক্ষার্থী অঙ্কন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২ মে, ২০২২, ১ year আগে

বাঁচতে চায় জবি শিক্ষার্থী অঙ্কন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ সেশনের (১২ তম ব্যাচের) মেধাবী শিক্ষার্থী অঙ্কন বিশ্বাস সাত দিন যাবত আইসিউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। জানা যায়, গত ২৪শে এপ্রিল একই সাথে ব্রেইন স্ট্রোক ও হৃদপিন্ডের ধমনীতে ব্লকের সৃষ্টি হয় হার্ট অ্যাটাক ঘটে।

বর্তমানে আসগর আলী হাসপাতাল থেকে বিএসএমএমইউ এর আইসিউতে ট্রান্সফার করা হয়েছে। প্রথম থেকেই অঙ্কনের অবস্থা গুরুতর। এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কতদিন আইসিউতে রাখতে হবে তা ডাক্তাররা নিশ্চিত করে বলতে পারছেন না।

এদিকে আইসিউতে ট্রিটমেন্ট করানো ব্যয়বহুল। এতোদিন পরিবার চিকিৎসা সেবা প্রদান ও চিকিৎসা জনিত সকল ব্যয় বহন কর আসলেও এখন পরিবারটির পক্ষে তা সম্ভব হয়ে উঠছে না।

সহপাঠীরা জানায়, অঙ্কন ক্যাম্পাসে খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি ছিলো। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নিয়মিত যোগাযোগ ছিলো তার। সেই কিনা এখন আইসিউতে ভর্তি ভাবাই যাচ্ছে না।

অঙ্কন বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির অন্যতম নিয়মিত বিতার্কিক; হাস্যোজ্জল, প্রাণচঞ্চল, মেধাবী একজন শিক্ষার্থী। আমরা বিশ্বাস করি অঙ্কন জীবন যুদ্ধে হেরে যেতে পারে না, আমরা হারতে দিব না।

তারা আরোও বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনেই বড় স্বপ্ন থাকে। বাবা-মায়েরও অনেক স্বপ্ন-আশা থাকে তার সন্তানকে ঘিরে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পরিশ্রম করতে থাকে সেই সন্তান। কিন্তু ভাগ্য সবার সহায় হয়ে উঠেনা। মাঝে মাঝে কঠিন পরীক্ষার সম্মুখীন করে তোলে। সেই কঠিন পরীক্ষার সম্মুখীন আমাদের সবার প্রিয় অঙ্কন। হঠাৎ তার ভাগ্যাকাশে কালোমেঘের ঘনঘটা। তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এটাই আমাদের সবার প্রত্যাশা।

এমতাবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজের বিত্তশালীদের সাহায্য ছাড়া অঙ্কনের চিকিৎসা করানো সম্ভব না। একটু মানবিক সহায়তাই পারে তার জীবনে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে। সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই ওনার জন্য প্রার্থনা ও আশির্বাদ রাখবেন। অঙ্কনের পরিবার ও তার বন্ধুরা সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

বিকাশ, লিজা কবির : 01705756304

আব্দুল মুকিত চৌধুরী সানি: 01726023194 (নগদ)

আব্দুল মুকিত চৌধুরী সানি(১২তম ব্যাচ): 01726023194 (রকেট)

আব্দুল মুকিত চৌধুরী সানি (১২তম ব্যাচ): 017260231942 (ব্যাংক)

ব্র্যাক ব্যাংক একাউন্ট নং : 2201104401270001

নাম : আব্দুল মুকিত চৌধুরী সানি।

পত্রিকা একাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news