মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ৮ সদস্য পুলিশের হাতে আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

২১ এপ্রিল, ২০২২, ১ year আগে

মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ৮ সদস্য পুলিশের হাতে আটক

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল অ্যাম্বুলেন্স চালক দের সঙ্গে পুলিশের সংঘর্ষ 8 জনকে আটকের ঘটনা এবং বালুয়াডাঙ্গা পাগলু চালকদের হাতে শ্রমিক ইউনিয়নের এক নেতাসহ ২ শ্রমিক আহতের প্রতিবাদে সকাল থেকে জেলার সকল রুটে আকস্মিক গণ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

এতে আটকা পড়েছে পণ্য পরিবহন ট্রাকসহ অন্যান্য যানবাহন। ভোগান্তিতে পড়েছেন যাত্রী টথচারবসহ অন্যান্য বাহন চালকরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বালুয়াডাঙ্গা বাসস্টান্ডসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছে ধর্মঘটের শ্রমিকরা।

মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল ৬ জনকে চালককে আটকের ঘটনায় মধ্যরাত পর্যন্ত পুলিশ আনসারদের সাথে চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর চালানো হয়েছে। পরবর্তীতে পুলিশ অ্যাম্বুলেন্স চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন এবং চালক নন্দকে আটক করে থানায় নিয়ে আসে। আটক ৮ চালকদের মুক্তির দাবিতে রাতেই থানা পুলিশের সাথে আলোচনা করা হলেও সকাল পর্যন্ত সে চালকদের ছাড়েনি পুলিশ।

অন্যদিকে বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কমিটির সাধারণ সম্পাদক ডাব্লুকে পিটিয়ে আহত করেছে পাগলু চালকের শ্রমিকরা। এ ঘটনায় জড়িত শ্রমিকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

অ্যাম্বুলেন্স চালক শ্রমিকদের আটক এবং পাগলু চালক শ্রমিকদের নির্যাতনের পৃথক ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা আজ বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কের উপরে এলোপাতাড়িভাবে বাস রেখে সড়ক অবরোধ করে আকস্মিক ধর্মঘট শুরু করেছে। আটক চালকদের মুক্তি এবং বাস শ্রমিকদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের না করা হলে ধর্মঘট থেকে সরে আসবে না বলে দাবি করেছেন সাধারণ শ্রমিকরা।

এদিকে আভ্যন্তরিন সড়কসহ দুর পাল্লার কোচসহ সব ধরনের গান পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সড়ক অবরোধ থাকায় আটকা পড়েছে শত পন্যবাহি ট্রাক।

পত্রিকা একাত্তর /মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news