ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর নীলক্ষেতে ঢাকা কলেজের ছাত্রদেরদের উপর বর্বরোচিত নিউমার্কেট ব্যবসায়ীদের দফায় দফায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিলটি ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে রাখে। পরবর্তীতে এই হামলা বন্ধের জন্য হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ''আর যদি একটা শিক্ষার্থীর উপর হামলা করা হয় তাহলে পুরো ঢাকা শহর আঁচল করে দেওয়া হবে।''

পাশাপাশি আরোও বলা হয় অনতিবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। সুস্থ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

ভিক্টোরিয়া পার্ক মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। ঢাকা কলেজের ছাত্রদের ওপর হামলার বিচার চান তাঁরা। বিভিন্ন পোস্টার ব্যানার হাতে নিয়ে তাঁরা এসময় বিক্ষোভে অংশ নেয়। সর্বশেষ বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ করে।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ভূইয়া, শাহরিয়ার রাহাত মোড়লসহ আরো অনেক নেতা কর্মীও এবং সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

পত্রিকা একাত্তর /অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news