জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

জবিতে র‍্যাগিং প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো নবীন শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার ( ১৯ এপ্রিল) রেজিস্টার প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মাঝে কিছু র‍্যাগিং এর অভিযোগ পাওয়া যাচ্ছে। র‍্যাগিংয়ের ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্ত ও অত্যাচারের ভয় থাকে। র‍্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র‍্যাগিং এর সাথে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার ও অন্যান্য শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করার জন্য স্ব স্ব বিভাগের চেয়ারম্যানের নিকট অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানান, সম্প্রতি বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার আমাদের নিকট র‍্যাগিং এর অভিযোগ তুলেছে। ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক ভাবে হেনস্তার অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যদি অভিযোগের প্রমাণ মিলে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার ছাত্রত্ব বাতিল করা হবে।

পত্রিকা একাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news