জবি বিএনসিসি প্লাটুনের লেডি সিইউও রিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

জবি বিএনসিসি প্লাটুনের লেডি সিইউও রিয়া
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ১ ব্যাটালিয়ন ব্রাভো কোম্পানি রমনা রেজিমেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্লাটুনের সিইউও নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজওয়ানা জাহান রিয়া।

সোমবার (১১ এপ্রিল) উত্তরা ৬ নম্বর সেক্টর বিএনসিসি হেডকোয়ার্টারে রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ পিএস সি তাকে সিইউও র‍্যাঙ্ক ব্যাচ প্রদান করেন। এর আগে, সিইউও নির্বাচনে জন্য লিখিত, ব্যাবহারিক ও মৌখিক তিন ধাপে পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিইউও নির্বাচিত হন।

রিয়া বলেন, “আমার জন্য সিইউও র‍্যাঙ্ক স্বপ্নের মত! কখনো ভাবিনী বিএনসিসির সর্বোচ্চ র‍্যাঙ্ক আমার কাধেঁ উঠবে! বিশাল এক স্বপ্ন সত্য হয়েছে! এতবড় দায়িত্ব পেয়েছি এখন দায়িত্বের মর্যাদা রক্ষা করা আমার জন্য বিশাল চ্যালেঞ্জ! অনেক প্রতিকুলতা ছিলো তা কাটিয়ে উঠে প্রতিযোগিতা করে র‍্যাঙ্ক ব্যাজ ছিনিয়ে আনতে পেরে অনেক আনন্দিত। লিখিত, ব্যাবহারিক ও মৌখিক তিন ধাপের পরীক্ষায় আত্মবিশ্বাস এর কমতি ছিলোনা। আলহামদুলিল্লাহ্‌, পাচ বছর পরে জগন্নাথ এর লেডি সিইউও হয়ে এসেছি এবং আমার ডিপার্টমেন্ট এর প্রথম সিইউও”।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যাত্রা শুরু হয় ১৯৫৫ সাল থেকে। বিএনসিসির ৩ টা উইং থাকে। আর্মি, নেভাল এবং এয়ার ফোর্স। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর্মি উইং-এর ৬টি প্লাটুন রয়েছে, যার মধ্যে ৩টি ছেলেদের ও ৩টি মেয়েদের। প্রত্যেক প্লাটুনে ৩৩ জন করে ক্যাডেট আছে। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি ‘১ বিএনসিসি ব্যাটালিয়ন রমনা রেজিমেন্ট’ এর অধীনে রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসিতে দায়িত্বে আছেন কোম্পানি কমান্ডার ও অফিসার ইনচার্জ পিইউও আতিয়ার রহমান, পিইউও সাজ্জাদ হোসাইন কবির, পিইউও সাজ্জাদ হোসেন, পিইউও আবু হানিফ সরকার, পিইউও সাজিয়া আফরিন এবং ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মোঃ মামুন শেখ।

পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news