সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

১৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

রাজধানী ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে পহেলা বৈশাখ ১৪২৯ উদযাপন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ০৯ টায় কলেজ ক্যাম্পাসের মুক্তির সনদের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে আয়োজন করা হয় ''বর্ষবরণ অনুষ্ঠান ১৪২৯'' এর। এ সময় বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর এবং উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন।

বর্ষবরণ অনুষ্ঠানের শেষে অত্র কলেজের উদ্যোগে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার। মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর। উদ্বোধনের পর শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে পুরান ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীর ছাড়াও জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে শিশুরাও অংশগ্রহণ করেন।

বুধবার (১৩ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছা কার্ড পেয়ে অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর বলেন, ''আজ আমার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাঙালির মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছা পেয়ে আপ্লুত হলাম। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ পরিবারের পক্ষ থাকে প্রিয় নেত্রীকেও বাংলা নববর্ষ পহেলা বৈশাখের অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যাশা আপনার হাত ধরেই আমরা বিশ্বের বুকে ঐতিহ্যশালী দেশ ও জাতি হিসেবে আবির্ভূত হবো।

[সূত্রঃ অধ্যক্ষ মহোদয়ের ফেসবুক থেকে নেওয়া]

পত্রিকা একাত্তর/অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news