জবির ভূগোল ও পরিবেশ বিভাগের মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৪ এপ্রিল, ২০২২, ২ years আগে

জবির ভূগোল ও পরিবেশ বিভাগের মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগ বাংলা নববর্ষ-১৪২৯‌ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্ৰহন করে।

বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে সকাল ৯.৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্ৰহন করে জবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। এসময় মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন হক ও শোভাযাত্রাটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন সহযোগী অধ্যাপক হাছিনা আক্তার ও সহকারী অধ্যাপক এন. এম. রিফাত নাসের।

শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের ফিরে আসে। এবারে মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ‘প্রকৃতি’। শোভাযাত্রায় পাখির প্রতিকৃতি তুলে ধরা হয়, এছাড়াও বড় আকারের ফুল, মৌমাছি, পাতা ছাড়াও বাঘ ও পেঁচার প্রতিকৃতি স্থান পেয়েছে।

বাংলা বর্ষবরণ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা জানান, অতিমারি করোনায় দুই বছর বিরতির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফের সশরীরে আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে কতৃপক্ষ। অনেকেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবারের মতো বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত ও উল্লসিত।

এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় স্ব-স্ব ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টরগণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, জবি কর্মকর্তা সমিতি, কর্মচারীসহ পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news