ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত জবি শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২২, ২ years আগে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত জবি শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মিম ছিনতাইকারী দ্বারা ফোন ছিনতাই ও ছুরিকাঘাতে আহতের ঘটনা ঘটে।

জানা যায়, গত সোমবার (১১ মার্চ) সকাল ৬টা ৪০ মানিটে বিশ্ববিদ্যালয়ের বাসে উঠার জন্য বাসা থেকে রওনা হয়। এসময় বাসা থেকে বেরিয়ে নারায়ণগঞ্জ মোড়ে আসতেই তিনজন ছিনতাইকারী পিছন থেকে হামলা চালায় এবং মোবাইল ও টাকা নেওয়ার জন্য জোড় জবরদস্তি করে। এ সময় বাধা প্রদান করলে বারবার ছুরি দ্বারা আঘাত ও হাত, পা‌ ও মাথায় বেপোরোয়াভাবে আঘাত করে। একপর্যায়ে মোবাইল ও টাকা যাবতীয় সব কিছু নিয়ে ২ জন ছিনতাইকারী পালিয়ে যায়। তখন স্থানীয় লোকদের সহায়তায় ১ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

ঘটনার পরপরই নারায়ণগঞ্জ বন্দর থানায় মামলা করতে যাওয়ায় প্রথমে মামলা নিতে নারাজ থানা কর্তৃপক্ষ। উক্ত ঘটনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল ও জ্যোতির্ময় সাহাকে অবগত করা হয়। পরবর্তীতে তাদের সহায়তায় থানায় মামলা দায়ের করা হয়। এরপর বন্দর পুলিশ ফাঁড়ি থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ঘটনার একদিন অতিবাহিত হওয়ার পরেও বাকী ২ জন ছিনতাইকারীদেরকে এখনোও আটক করতে ব্যর্থ নারায়ণগঞ্জ বন্দর থানা। থানার কর্মরত এসআই দীপক চন্দ্র সাহা জানান, উক্ত ঘটনায় তিনজন ছিনতাইকারী জড়িত ছিল। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে যার নাম নাঈম হোসাইন। বাকি দুজন পলাতক আসামীর মধ্যে একজনের নাম সিয়াম। ছিনতাইকারীরা বন্ধর বাড়ি থানার বাসিন্দা

ছিল। শীঘ্রই ছিনতাইকারী পলাতক দুজনকে আটক করা হবে বলে জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিনতাইকারীদের আইনের আওতায় আনা হোক। পরবর্তীতে এমন ঘটনা অন্য কোন শিক্ষার্থীর সাথে না ঘটুক। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেকোন সহযোগিতার জন্য আমরা শাহরিয়ার মিমের পাশে আছি।

​​​​​বর্তমানে শাহরিয়ার মিম ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ও এলোপাথাড়ি টানাহেঁচড়ার কারনে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ও গুরূতর অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছে।

শাহরিয়ার মিমের পরিবারের দাবি, শীঘ্রই দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news