জবির ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে নিয়াজ-ইফতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২২, ২ years আগে

জবির ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে নিয়াজ-ইফতি
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি-২০২২ নতুন কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ সজীব এবং প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিয়া ইসলাম ইফতি।

সোমবার (১১ এপ্রিল) সংগঠনের মডারেটর, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম স্যারের সুপারিশক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্যার নতুন কমিটির অনুমোদন দেন। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ স্যার ও প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল স্যার।

এছাড়া কমিটির সহসভাপতি পদে রয়েছেন মোঃ ইসমাইল মজুমদার ও জান্নাতুল ফেরদৌস মীম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাথি বাড়াল, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাইমুল হাসান সুপ্ত। অর্গানাইজিং এবং অফিস সেক্রেটারি পদে আছে যথাক্রমে তামান্না ইসলাম বৃষ্টি ও মোঃ মিনহাজুল ইসলাম।

পাব্লিক এন্ড কমিউনিকেশন সেক্রেটারি পদে আছেন প্রান্ত খান,তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মারদিয়া রহমান। শিক্ষা ও গবেষণামুলক দায়িত্ব রয়েছেন আমামুল হাসনার সাকিব।

ইভেন্ট এবং ওয়ার্কশপ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রিজন কবির রিজভি। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ বেলায়েত হোসেন।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি নিয়াজ মাহমুদ সজিব বলেন, আমরা অনেকদিন ধরে জবি ফটোগ্রাফিক সোসাইটির সাথে কাজ করে আসছি। আমরা দেখেছি কিভাবে একটা সংগঠন চালতে হয় তাদের কাছ থেকে যে কাজ গুলো শিখেছি সে অভিজ্ঞতাকে পুজি করে সামনে আগাতে চাই।

আশা করি, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভালো কিছু উপহার দিতে পারবো আর আমরা আমাদের নতুন এ কমিটির মাধ্যমে এমন কিছু কাজ করে যেতে চাই যেন সবার কাছে স্মরনীয় হয়ে থাকে।

সাধারণ সম্পাদক ইফতি বলেন, প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই আমাকে জবি ফটোগ্রাফিক সোসাইটির প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য যা আমার কাছে অনেক বড় এক ব্যাপার।

তিনি বলেন আমাদের সোসাইটির অন্যান্য মেয়ে সদস্য যারা আছেন তাদের জন্যও বিষয়টি এবার অন্যরকম ভাবে কাজ করছে। আমরা এই করোনার মাঝেও নানা প্রতিবন্ধকতার মাঝেও যেভাবে কাজ করেছি আশা করি ভবিষ্যতে ও সবাই মিলেমিশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু উপহার দিতে চাই।

জবি ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি আশিকুর রহমান বলেন, "আমার কমিটির মেয়াদ সবচেয়ে বেশি ছিলো কোভিডের জন্য। আমরা চেস্টা করেছি সোসাইটিকে একটিভ রাখতে।

একটিভ রাখার জন্য অনলাইনে ও পরবর্তীতে অফলাইনে নানান ধরনের একটিভি রেখেছিলাম।

আশা করি কোভিড চলাকালীন সময়ের ঘাটতি নতুন কমিটি পূরন করবে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ক্যাম্পাসের মাঝে জনপ্রিয় সংগঠন হয়ে উঠবে।"

পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news