ইবিতে পহেলা বৈশাখ উদযাপন কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়

৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

ইবিতে পহেলা বৈশাখ উদযাপন কর্মসূচি
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২২) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সাথে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

পরবর্তীতে সকাল ৯.১৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে সকল অনুষদ, বিভাগ, হল, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে শেষ হবে।

এছাড়া উক্ত কর্মসূচিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং সকল অনুষদ, হল, বিভাগ, অফিস, বিভিন্ন সমিতি, ছাত্র-সংগঠন, পরিষদ, ফোরাম, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

পত্রিকা একাত্তর/ সামী আল সাদ আওন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news