জবির অন্তঃবিভাগ ভলিবলে বিজয়ী অর্থনীতি বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১ এপ্রিল, ২০২২, ২ years আগে

জবির অন্তঃবিভাগ ভলিবলে বিজয়ী অর্থনীতি বিভাগ
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৪র্থ অন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার বিজয়ী অর্থনীতি বিভাগ ও রানার্স-আপ মনোবিজ্ঞান বিভাগ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন অস্থায়ী মাঠে ৪র্থ অন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার শুরুতেই অর্থনীতি বিভাগের খেলোয়াড়রা প্রথমে কিছুটা ব্যাকফুটে থাকলে ও তারা পরে অসাধারণ ভাবে ঘুরে দাড়ায়। তারা উভয় সেটে জয় পায় সামান্য কিছু ব্যবধানে। ১ম রাউন্ডে অর্থনীতি বিভাগ ২৬ পয়েন্ট, মনোবিজ্ঞান ২৪ পয়েন্ট, এবং শেষ রাউন্ডে অর্থনীতি ২৫ পয়েন্ট ও মনোবিজ্ঞান ২২ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে। উভয় রাউন্ডে অর্থনীতি বিভাগ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হয়।

অর্থনীতি বিভাগের চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন ফয়সাল লিমন নিজেদের জয়ে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, টুর্নামেন্টে সবাই ভালো করেছে বলেই আমরা জয়ী হয়েছি। তবে প্রতিপক্ষ দল মনোবিজ্ঞান বিভাগ সত্যিই অসাধারণ খেলেছে। আমি আমার খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট, সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের বিজয়।

এবারে ৪র্থ অন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০২২ সেরা খোলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের তামিম হাসান।

খেলা শেষে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ ও রানার্স-আপ মনোবিজ্ঞান বিভাগকে পুরস্কার ও মেডেল বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্ককেটবল হ্যান্ডবল)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট ৩২ টি বিভাগের শিক্ষার্থীরা ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news