সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে 'বাঁধন' সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২, ২ years আগে

সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে 'বাঁধন' সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ০৯ টায় বাঁধন (সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের আয়োজনে ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ০৯ টায় অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন উক্ত কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি, '' বাঁধন সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করায় সকলের প্রশংসা করেন। এবং সর্বদা এসব স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রমের পাশের থাকার প্রত্যয় ব্যক্ত করেন।''

বাঁধন ইউনিটের সভাপতি সাগর সরদার বলেন, ''গত দুই বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। গত কর্মসূচিতে আমরা প্রায় দুইশত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছি। এবারে আমাদের প্রত্যাশা আরো বেশি। বাংলাদেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যাতে রক্ত না পেয়ে মারা না যায়। এছাড়াও, আমরা বিভিন্ন জাতীয় দিবসে মানুষের কল্যানার্থে সচেতনতা মূলক বিভিন্ন সেমিনার করে থাকি''।

অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বাঁধন সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোঃ রাফসান, উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, উপদেষ্টা মোঃ আরমান মোল্লা সহ উপদেষ্টা শফিকুল ইসলাম।

উল্লেখ্য, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি আগত ব্যক্তিদের বিভিন্ন পরামর্শ সহ উচ্চতা অনুসারে কার ওজন কতটুকু হওয়া উচিত তা-ও জানিয়ে দিচ্ছেন সংগঠনটির কর্মীরা। একইসঙ্গে রক্ত দেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও সবাইকে সচেতন করছেন তারা।

সকাল ০৯ টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলে দুপুর ১ টা পর্যন্ত।

পত্রিকা একাত্তর/ অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news