গ্ৰীন ভয়েস জবি শাখার কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২, ২ years আগে

গ্ৰীন ভয়েস জবি শাখার কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত

গ্ৰীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছিল।

সোমবার (২৮ মার্চ) জবি গ্ৰীন ভয়েসের সাধারণ সম্পাদক মীর হাসান প্রধান ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মিল্টনের স্বাক্ষরিত এক বিবৃতিতে নবীনদের কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে জানা যায়, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মাঈশা সামিহা মীম সর্বোচ্চ নম্বর অধিকারী হয়ে প্রথম স্থান অধিকার করেন। তার প্রাপ্ত নম্বর-২৩.৫।

২য় স্থান অধিকার করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী রকি হোসেন। সম্মিলিতভাবে ৩য় স্থান অধিকার করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রাশেদুজ্জামান লিমন, অর্থনীতি বিভাগের শিমুল মোড়ল ও ইতিহাস বিভাগের নুসরাত নাহার সিথি।

উক্ত কুইজের বিষয় নির্ধারণ করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পরিবেশ নিয়ে। প্রশ্নের ধরন হিসেবে ছিল এক কথায় উত্তর, ২৫ নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সময় বরাদ্দ ছিল ৩০ মিনিট।

উক্ত প্রতিযোগিতায় শুধুমাত্র ১৬ তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। সর্বমোট ১৪ টি বিভাগের শিক্ষার্থীরা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম থেকে তৃতীয় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের এক সেট বই ও ক্রেস্ট প্রদান করা হবে।

কুইজ প্রতিযোগিতার পরিচালনা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের গ্রীন ভয়েসের সদস্যবৃন্দরা।

এ বিষয়ে গ্ৰীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ মীর হাসান প্রধান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পরিবেশ বিষয় নিয়ে নবীন শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনেক নবীন শিক্ষার্থী নতুন স্থান, নতুন পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করেছে। সেহেতু কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয় ও পরিবেশ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে বলে মনে করি। কুইজ প্রতিযোগিতার ফলাফল সম্পর্কে জানতে চাইলে পত্রিকা-৭১ গনমাধ্যমে বলেন, এবারের কুইজ প্রতিযোগিতায় সকলেই খুব ভালো ফলাফল করেছে, ফলাফলে খুব সামান্য নম্বরের পার্থক্য ছিল শিক্ষার্থীদের মধ্যে।

উল্লেখ্য, গ্রীন ভয়েস মূলত পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের একটি স্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রথম পরিবেশবাদী এই সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে, কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের খেলার মাঠ, পার্ক, নদী-নালা, প্রাকৃতিক সম্পদ, উন্মুক্ত স্থান রক্ষা করার জন্য আন্দোলন, তরুণদেরকে পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ, টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

পত্রিকা একাত্তর/ অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news