জবি শিক্ষক সমিতির সেমিনারের সময়সূচীতে পরিবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২, ২ years আগে

জবি শিক্ষক সমিতির সেমিনারের সময়সূচীতে পরিবর্তন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় স্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্যোগ নিয়েছে “বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক” শীর্ষক আলোচনা সভা আয়োজনের । সোমবার, ২৮ মার্চ ২০২২ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে অনুষ্ঠানের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রোববার (২৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সোমবার সকাল ১১টায় “বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক” শীর্ষক আলোচনা সভা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণবশত সভাটি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি) ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি)।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

পত্রিকা একাত্তর / অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news