সোহরাওয়ার্দী কলেজের যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে মুক্তি সনদে পুষ্পস্তবক অর্পণ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

২৬ মার্চ, ২০২২, ২ years আগে

সোহরাওয়ার্দী কলেজের যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে মুক্তি সনদে  পুষ্পস্তবক অর্পণ

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ক্যাম্পাসে অবস্থিত মুক্তির সনদে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আরসিওয়াই টিচার্স ইনচার্জ ও অত্র কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামছুন নাহার ও দলনেতা মোঃ ইলিয়াছ উপস্থিত ছিলেন।

এ সময় রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ ইলিয়াছ বলেন, "আমাদের জন্য স্বাধীনতা একটি অমূল্য রত্ন। ১৯৭১ সালে দেশের সাধারণ মানুষেরা স্বাধীনতা অর্জনের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জাতীয় জীবনে যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে একইভাবে সোচ্চার থাকতে হবে তাহলেই প্রকৃত স্বাধীনতা বজায় থাকবে এবং গড়ে উঠবে আমাদের স্বাধীন সোনার বাংলা।"

এছাড়াও অত্র কলেজের রোভার স্কাউট, বিএনসিসি ক্যাডেটদের সম্মিলিত প্যারেড ও গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পত্রিকা একাত্তর / অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news