জবিতে প্রগতিশীল ছাত্রজোটের ওপর হামলা, জখম ৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২২ মার্চ, ২০২২, ২ years আগে

জবিতে প্রগতিশীল ছাত্রজোটের ওপর হামলা, জখম ৬
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হরতালের প্রচারণা চালানোর সময় ছাত্রলীগের নেতারা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় নেতা জখম হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাষা শহীদ রফিক ভবনের সামনে প্রগতিশীল ছাত্র জোট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে হরতালের প্রচারণা চালায়। এসময় ছাত্রলীগের নেতারা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রগতিশীল ছাত্র জোটের ৬ নেতাকর্মীর জখম হওয়ার অভিযোগ উঠে।

প্রগতিশীল ছাত্রজোটের এক নেতা কর্মী বলেন, আমরা ক্যাম্পাসের রফিক ভবনের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে হরতালের প্রচারকালে ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজীর কর্মীরা আমাদের ওপর হামলা করে এবং লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে।

ছাত্রজোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, জবিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা হরতালের প্রচারকালে ছাত্রলীগ কর্মীরা হামলা করে এবং লিফলেট ছিনিয়ে নেয়। ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্র জোটের ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। ইতিমধ্যে তাদের আমরা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করেছি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কে এম মুত্তাকী বলেন, হামলা করে হরতাল প্রতিরোধ করা যাবে না। দ্রব্যমূল্যের ন্যায্যদাম ফেরাতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই হামলা শুধু অনাকাক্ষিতই নয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন বলেন, হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মী জড়িত ছিল না। সাধারণ শিক্ষার্থীরা এমন ঘটনা ঘটিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, কিছু বহিরাগত লোক ক্যাম্পাসে এসে সরকার বিরোধী কার্যক্রম চালাচ্ছিল। এ সময় আমরা তাদের লিফলেট গুলো নিয়ে নিই। হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এরকম কোন ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটে নি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে লিফলেট দিতে আসছিল। এ সময় তাদের লিফলেটগুলো কেড়ে নেওয়া হয় তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, আগামী ২৮ মার্চ সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ হরতাল ডেকেছে জোটটি। রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে সংবাদ সম্মেলন করে বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

পত্রিকা একাত্তর / অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news