জাতির পিতার জন্মদিনে সোহরাওয়ার্দী কলেজের নানা আয়োজন

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

১৭ মার্চ, ২০২২, ২ years আগে

জাতির পিতার জন্মদিনে সোহরাওয়ার্দী কলেজের নানা আয়োজন

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ০৯ ঘটিকায় মুক্তির সনদ ভার্স্কযে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অফিসার্স কাউন্সিলের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় এর আনুষ্ঠানিকতা।

শ্রদ্ধা নিবেদনের পর কলেজ প্রাঙ্গণে কেক কেটে জাতীয় পিতার জন্মদিন পালন করা হয়। এরপর শিক্ষক মিলনায়তনে জাতির পিতার ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর বলেন, '' জাতির পিতার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা একটি মহাকাব্য। তিনি যাই করতেন ভালোবেসে করতেন। এ দেশের জন্মলগ্ন থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরাশক্তি দ্বারা নির্যাতিত হয়ে আসছে। ভাগ্য পরিবর্তনের জন্য অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হতে পারে নি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়; এটি একটি আর্দশ, একটি প্রেরণা। মানবতার প্রতীক ছিলেন বঙ্গবন্ধু। ''

আলোচনা সভায় জাতির পিতার ১০২ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীর মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও জাতির পিতার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ দেওয়ালিকা প্রকাশ করা হয়।

আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পত্রিকা একাত্তর / অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news