জবিতে গ্ৰীন ভয়েসের উদ্যোগে নবীনদের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৬ মার্চ, ২০২২, ২ years আগে

জবিতে গ্ৰীন ভয়েসের উদ্যোগে নবীনদের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

গ্ৰীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬মার্চ)সকাল ৯:৩৫টায় ভূগোল ও পরিবেশ বিভাগের ১১২ নম্বর কক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত কুইজের বিষয় নির্ধারণ করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পরিবেশ নিয়ে। প্রশ্নের ধরন হিসেবে ছিল এক কথায় উত্তর, ৩০ নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সময় বরাদ্দ ছিল ৩০ মিনিট।

উক্ত প্রতিযোগিতায় শুধুমাত্র ১৬ তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সর্বমোট ১৪ টি বিভাগের শিক্ষার্থীরা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম তিনজনকে এক সেট বই ও ক্রেস্ট প্রদান করা হবে।

কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের গ্রীন ভয়েসের সদস্যবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন প্রধান, কোষাধ্যাক্ষ সাথিল রহমান লিমন, জিয়াদ মাহমুদ, আতকিয়া রহমান, পলাশ, মাহমুদুল হাসান নোমান, এনামুল হোসেনসহ আরোও অনেক সদস্যবৃন্দ।

এ বিষয়ে গ্ৰীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন প্রধান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পরিবেশ বিষয় নিয়ে নবীন শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনেক নবীন শিক্ষার্থী নতুন স্থান, নতুন পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করেছে। সেহেতু কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয় ও পরিবেশ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে বলে মনে করি।

জবি শাখার কোষাধ্যক্ষ সাথিল ইসলাম লিমন বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান ভান্ডারে বাতিঘর। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নবীনদের জন্য আমাদের এই ভিন্ন আয়োজন ছিলো। আশা করি, খুব শীঘ্রই কুইজ প্রতিযোগিতার ফলাফল শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পত্রিকা ৭১ গণমাধ্যমকে জানান, ক্যাম্পাসে এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা খুবই আনন্দিত।

পত্রিকা একাত্তর / অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news