সোহরাওয়ার্দী কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজিত

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

১৫ মার্চ, ২০২২, ২ years আগে

সোহরাওয়ার্দী কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজিত

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১ঃ০০ ঘটিকায় কলেজে প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। এই সময় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের যেন এক মিলন মেলা পরিনত হয় ক্যাম্পাস।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পিঠার স্বাদ গ্রহণ করেন।

পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর এবং সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুল হামিদ আল আজাদ।

পিঠা উৎসবের শুভ উদ্বোধনের পাশাপাশি পিঠার স্বাদ গ্রহণ করেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর, উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুল হামিদ আল আজাদ।

এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সাবেক সহ-সভাপতি শওকত হোসেন ভূইয়া, সাবেক সহ সম্পাদক রাহাত হোসেনসহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হয়ে পিঠার স্বাদ গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজে অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভুয়সী প্রশংসা করে বলেন, ''আমাদের কলেজে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সব দিক দিয়েই এগিয়ে রয়েছে। ভালো রেজাল্ট করার ব্যপারেও তারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এগিয়ে আছে। তাদের এই আয়োজন দেখে আমি মুগ্ধ! করোনার কারণে আমাদের এবারের পিঠা উৎসব করা সম্ভব হয়নি তবে ইনশাআল্লাহ আগামীতে পহেলা পৌষের শুরুতে আমরা এই আয়োজন করবো এবং বাংলার সংস্কৃতিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে পৌঁছে দিব।''

বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সদ্য সাবেক সহ-সভাপতি শওকত হোসেন ভূঁইয়া ও রাহাত হোসেন দুইজনে একই সুরে তাল মিলিয়ে এতো সুন্দর বানানো পিঠার প্রসংশা করেন এবং সব সময় সাধারণ ছাত্র-ছাত্রীদের এই ধরনের অনুষ্ঠানে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পত্রিকা একাত্তর / অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news