স্বাস্থ্যবিধি মেনে নবীনবরণ করলো সোহরাওয়ার্দী কলেজ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

স্বাস্থ্যবিধি মেনে নবীনবরণ করলো সোহরাওয়ার্দী কলেজ
সোহরাওয়ার্দী কলেজ এর নবীনবরণ

নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে রাজধানী পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবার পর ৫ম বারের মত ভর্তি পরীক্ষা এবং যাচাই বাছাই শেষে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতোমধ্যে অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের থেকে তিনটি অনুষদভূক্ত ২০টি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে নবীনদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস ছামাদ।

নবীনবরণ অনুষ্ঠান সূচনা হয় সকাল ১০ ঘটিকায় ছাত্র-শিক্ষকদের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এবং অত্র কলেজের অধ্যক্ষ।

ওরিয়েন্টেশন ক্লাস পরিচিতি পর্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এবং বিভাগভিত্তিক শিক্ষকবৃন্দ। এসময় নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করে অত্র কলেজের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, গার্লস গাইড এর স্বেচ্ছাসেবকগণ।

এছাড়াও অত্র কলেজের ছাত্রলীগ, বাঁধন ইউনিট, ফটোগ্রাফি ক্লাব, সাংবাদিক সমিতির পক্ষ থেকে আয়োজিত হয় বিভিন্ন কর্মসূচি।

নবীনদের শুভেচ্ছা জানিয়ে কলেজের অধ্যক্ষ মোঃ মোহসিন কবির বলেন, “আমাদের এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আর এই দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, যা শত বর্ষের শেষ প্রান্তে দাঁড়িয়ে। তোমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কারুকলামে দক্ষতা বাড়িয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রত্যাশা রাখি।"

সবকিছু ছাপিয়ে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাসের আড্ডা দেয়ার স্থানগুলো।

পত্রিকা একাত্তর/ অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news