নিরাপদ সড়কের দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

নিরাপদ সড়কের দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহতের ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার (১৩জানুয়ারী) বিকেলে উপজেলার মিলনবাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন।

মানববন্ধনে শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এসময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে মহাসড়ক অবরোধ করার কারণে যানজটের সৃষ্টি হলে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে মর্মে হাতীবান্ধা থানার সাব ইনস্পেক্টর (এসআই) ইবরাহীম খলিলের আশ্বাসে মানববন্ধন কর্মসূচি স্থগিত করেন এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় যুবক তাওহীদ হাসান লিটন, আব্দুল মান্নান, হাতীবান্ধা রক্তদান সংস্থা (এইচবিডিও) এর সহ সভাপতি শাকিল এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে নিরাপদ সড়ক, লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানো বন্ধে এবং শীঘ্রই চারলেন সড়ক বাস্তবায়নের দাবি জানান এলাকাবাসী।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news