বাকশালী শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামের বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২২, ১ year আগে

বাকশালী শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামের বিকল্প নেই

ডেমোক্রেটিক লীগ (ডি.এল) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র এক যৌথ সভা ডি.এল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির সভাপতিত্বে আজ ২৮ জুন ২০২২ (মঙ্গলবার) সকাল ১১ টায় ৩৭/১, তোপখানা রোডে অনুুষ্ঠিত হয়।

সভায় অবিভক্ত পিডিপি সাধারন সম্পাদক এহসানুল হক সেলিম সহ সর্বজনাব মতিউর রহমান, মফিজুল হুদা দুলাল, মামুনুর রশিদ, বড়–য়া মনজিৎ ধীমন, এডভোকেট মিজান, খোকন চন্দ্র দাস, মনির হোসেন, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট কামরুল হাই ছোটন, এহসানুল কবির দুলাল, আল—আমিন, মফিজুল করিম, সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সর্বসম্মতিক্রমে জাতির বৃহত্তর স্বার্থে ডেমোক্রেটিক লীগ (ডি.এল) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) একীভূত হয়ে ডেমোক্রেটিক লীগ (ডি.এল) নামে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, দেশ আজ এক চরম সংকটে। গণতন্ত্রহীন দেশে মানুষের ভোটাধিকার নির্বাসিত, মানবাধিকার হরণ হয়ে গেছে।

প্রতিবাদ করলেই নিপীড়ন, গুম, খুন, হামলা, মামলা। এই ফ্যাসিবাদী বাকশালী শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের কোন বিকল্প নেই। তিনি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে এক কাতারে দাঁড়িয়ে বাকশালের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া ভোটাধিকার—গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়।

সভায় এহসানুল হক সেলিম বলেন, জনগণের ভোটাধিকার অর্জনের লড়াইয়ে অতীতের ন্যায় ভাষাসৈনিক অলি আহাদ ও ফেরদৌস আহমেদ কোরেশীর মতো খালেদা জিয়াকে জাতির নেতৃত্ব দিতে হবে।

জনগণের প্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা করে ৮৬’র বেঈমানের মতো আগামী দিনে যারা শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান এবং ইতিহাসে বিশ্বাসঘাতক। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন সকলের অংশগ্রহণমূলক করতে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।

পত্রিকাএকাত্তর /সাইফুদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news