পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবিতে রহনপুরে মুক্ত আলোচনা!

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারী, ২০২২, ২ years আগে

পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবিতে রহনপুরে মুক্ত আলোচনা!
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর নাচোল ও ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবিতে এক মুক্ত-আলোচনা শনিবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

রহনপুর রেল বন্দর বাস্তবায়ন পরিষদ এ মুক্ত আলোচনার আয়োজন করে। নাজমুল হুদা খান রুবেলের সভাপতিত্বে এবং ইয়াহিয়া খান রুবেলের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বাইরুল ইসলাম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, মোয়াজ্জেম হোসেন, গোলাম কিবরিয়া হাবিব, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, রাজনীতিবিদ এনায়েত করিম তৌকি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকল বক্তারা রহনপুরকে একটি পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনে একমত পোষণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিজেদের সম্পৃক্ততার কথা জানান। মুক্ত আলোচনা শেষে পূর্ণাঙ্গ রেল বন্দর বাস্তবায়নের লক্ষ্যে একটি রূপরেখা প্রণয়ন করা সহ একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news