প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার কম্বল বিতরণ
শীতার্তদের মাঝে ২০০০ কম্বল বিতরণ করার ছবি

আজ নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্তদের মাঝে ২০০০ কম্বল বিতরণ করা হয়েছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সৌজন্যে এই কম্বল বিতরণ করা হয়।

আজ শুক্রবার সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে এসকল কম্বল তুলে দেওয়া হয় যেগুলো তারা পরবর্তীতে নিজ নিজ এলাকার শীতার্তদের মাঝে বিতরণ করবেন। জানা গেছে, আবুল খায়ের গ্রুপ নড়াইলের শীতার্ত মানুষের জন্য এসকল কম্বল মাশরাফী বিন মোর্ত্তজার সৌজন্যে পাঠিয়েছে। বীর মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ, উপজেলা-পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, লোহাগড়ার ১২ টি ইউনিয়ন পরিষদ, সাংবাদিক নেতৃবৃন্দের হাতে এগুলো তুলে দেওয়া হয় যা তারা শীতার্তদের মাঝে বিতরণ করবেন।

আসন্ন বিপিএল খেলার প্রস্তুতির জন্য ঢাকায় অবস্থান করায় সাংসদ এসকল কম্বল প্রতিনিধিদের মাধ্যমে এলাকায় পৌঁছে দিয়েছেন। এবিষয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান জানান, আমাদের এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের শীত নিবারণে এই কম্বল অনেক উপকারে আসবে। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন এসময় এলাকাবাসীর পক্ষ থেকে মানবিক সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজাকে ধন্যবাদ জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আলী আখিদুল, ৭ নং লোহাগড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমিন বেগম, উপজেলা কৃষক লীগ সভাপতি ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী আরমান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আনিচুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পত্রিকা একাত্তর/হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news