রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন নালিতাবাড়ীর সন্তান

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন নালিতাবাড়ীর সন্তান
পুলিশ সুপার মোস্তাফিজ রহমান অসীম

শেরপুরের নালিতাবাড়ীর ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোস্তাফিজ রহমান অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক রাষ্ট্রীয় পদ 'রাষ্ট্রপতি পুলিশ পদক' (পিপিএম) এ ভূষিত হলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।

মোস্তাফিজ রহমান নালিতাবাড়ীর ছালুয়াতলা গ্রামে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার। এর আগে মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন নালিতাবাড়ী কাকরকান্দি যৌথ ইউনিয়ন পরিষদ ও নালিতাবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই মোকছেদুর রহমান লেবু নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আরেক বড় ভাই মোখলেছুর রহমান লিটন নালিতাবাড়ী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার ভগ্নিপতি হালুয়াঘাট উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন মানিক নড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চাচাতো ভাই আসাদুজ্জামান আসাদ নালিতাবাড়ী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মোস্তাফিজ রহমান ছাত্রজীবনে নালিতাবাড়ী তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২৭তম বিসিএস এ পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

পত্রিকা একাত্তর/মনোয়ার হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news