নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : মোস্তফা জামান

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৫, ১ day আগে

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু অংশের মধ্যে ক্ষমতার লোভ কাজ করছে এবং তারা ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা।

সোমবার (১৯ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত থানার তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর গুলশান থানা বনাম রামপুরা থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে সংস্কার ও বিচারের নামে নানা ষড়যন্ত্র চলছে। আমাদের সবাইকে দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকতে হবে। যদি আমরা সতর্ক থাকি, তাহলে যেকোনো বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় গুলশান থানা ২-১ গোলে রামপুরা থানাকে পরাজিত করে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news