ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণ নীরব জটিলতায় বাধাগ্রস্ত: স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্য
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, উচ্চ আদালতে বিচারাধীন এবং বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণ সম্ভব নয়। তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গায়ের জোরে শপথ আদায় করার উদ্দেশ্যেই মহানগর বিএনপি নগর ভবন বন্ধ করে আন্দোলন চালাচ্ছে, যার ফলে সিটি কর্পোরেশনের কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং সাধারণ জনগণ দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।
সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নগর ভবনে চলমান আন্দোলনের পটভূমি তুলে ধরে বলেন:
১. হাইকোর্টের রায় ভঙ্গ করে নির্বাচন কমিশন ট্রাইবুনাল ভুলভাবে আর্জি সংশোধন করেছে।
২. নির্বাচন কমিশনের শুনানিতে অংশ না নেওয়ায় একপাক্ষিক রায় দেয়া হয়েছে এবং কমিশন আপিলও করেনি।
৩. আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও, লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত ১০টায় গেজেট প্রকাশ করা হয়েছে।
৪. স্থানীয় সরকার বিভাগ এই মামলার কোনো পক্ষ ছিল না এবং রায়ে তার প্রতি কোনো নির্দেশনা নেই।
৫. শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট দায়ের করেছে, যা এখনো বিচারাধীন।
৬. ট্রাইবুনাল হাইকোর্টের রায়কে খারিজ করেছে, ফলে দ্বিমুখী অবস্থান তৈরি হয়েছে।
৭. মেয়াদের ব্যাপারে অস্পষ্টতা রয়েছে।
৮. নির্বাচনে আইনি জটিলতা ও বিচারাধীন পিটিশনের কারণে শপথ গ্রহণ সম্ভব হচ্ছে না।
৯. আইন মন্ত্রণালয়ের মতামত গ্রহণ করা হয়েছে।
১০. আওয়ামী লীগ আমলে হওয়া অবৈধ নির্বাচনের বৈধতা স্বীকার করলে প্রশ্নের সম্মুখীন হতে হবে না।
তিনি আরও জানান, এসব জটিলতা মিটলেই স্থানীয় সরকার বিভাগ থেকে শপথ গ্রহণে কোনো বাধা থাকবে না। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে ইশরাক হোসেনের আক্রমণাত্মক কর্মকাণ্ডের পক্ষে কোনো কারণ দেখতে পাননি। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নির্দেশনায় এই আন্দোলন পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই পোস্ট সামনে আসার পর ডিএসসিসি মেয়র পদ নিয়ে চলমান সংকট ও রাজনীতির জটিলতা আরো গভীর হলো।