নাটোরের সিংড়ায় দেশীয় অস্ত্রসহ আলহাজ কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (১১ মে) রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আলহাজ আব্দুল কুদ্দুস আকন্দ সুকাশ ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি এবং বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে। জানা গেছে, ৫ আগস্টের পর তিনি বামিহাল বাজারে তার বাসার নিচ তলায় অনুমোদনবিহীন বিএনপির পার্টি অফিস স্থাপন করেছিলেন।
নাটোর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তিনি ওই অফিসটি অনুমোদন না নিয়ে ব্যক্তিগতভাবে পরিচালনা করছিলেন, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।