“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
মঙ্গলবার সকালে বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর গুরুদাসপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও শ্রাবণী রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুর রহমান ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল করিম, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক মো. জুয়েল রানা প্রমুখ।
পত্রিকা একাত্তর / সোহাগ আরেফিন
আপনার মতামত লিখুন :