বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

১ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বক্তারা বলেন, দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন এবং বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে।’

তারা আরো বলেন, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি, সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। এই দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। দেশ আজ দুঃশাসন কবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে।

ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবি, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ, সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী বাসটার্মিনালে একত্রিত হয়। বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে বাসটার্মিনালে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি শহিদুইল ইসলাম বাবুল সভাপতিত্ব এ কর্মসুচিটি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-১ আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক-২ শফিকুল ইসলাম শফিক, শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সবাইদুল ইসলাম, আব্দুল হামিদ, বিএনপি নেতা মস্তাফিজুর রহম নিলু, শেরপুর শহর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব নুরুল ইসলাম নুর, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, যুগ্ম আহবায়ক শোয়াইব আহমেদ চপল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, স্বেচ্ছাসেবক দলনেতা মিলন হাসান, সোহেল রানা, শেরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম রিপন, শেরপুর উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন বাকী প্রমুখ।

পত্রিকা একাত্তর /মাসুম বিল্লাহ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news