শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধ মূলক ক্লাস নিলেন ওসি

জেলা প্রতিনিধি, দিনাজপুর

৩০ আগস্ট, ২০২২, ১ year আগে

শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধ মূলক ক্লাস নিলেন ওসি

দিনাজপুরের বিরামপুরে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, গুজব, জঙ্গীবাদ, সন্ত্রাস দমন, মাদকসহ নানা অপরাধমূলক বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতামূলক ক্লাস নিলেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার দিওড় ইউনিয়নের বেপারিটোলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এই সচেতনতামূলক ঘন্টাব্যাপী ক্লাস নিয়েছেন। তাঁর এই উদ্যোগকে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন। এসময় দিওড় ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক তাজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাফিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিরামপুর অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।

তোমাদের মাঝেই তৈরী হবে রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, কবি-সাহিত্যিক, সমাজ সেবক, গবেষক, আলোকিত মানুষ। সে লক্ষ্যে নিজেকে তৈরী করতে হবে। লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আমাদের বর্তমান সমাজে সন্ত্রাস-মাদক, জঙ্গিবাদ একটি বড় সমস্যা। বিশেষ করে মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদকাসক্তরা নিজেরা ধ্বংস হচ্ছে, সেই সাথে ধ্বংস করছে পরিবারকে। সমাজের এক শ্রেণির বিপথগামী শিক্ষিত লোক না বুঝেই ভুল করে উগ্র জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। এসব বিষয়ে তোমাদের সাবধান হতে হবে।

মাদককে সবসময় না বলতে হবে। ইভটিজিং থেকে দূরে থাকতে হবে। ছোটদেরকে স্নেহ করতে হবে। শ্রদ্ধা থাকতে হবে পিতা-মাতা, শিক্ষক ও বড়দের প্রতি। অবিচল থাকতে হবে নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ, নীতি ও আদর্শের প্রতি। নিজেকে একজন দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা ও সাধনা থাকতে হবে। যাবতীয় দূর্নীতি ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকতে হবে। অসৎ ও খারাপ প্রকৃতির মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। সন্ধ্যার পর তোমরা বাড়ির বাইরে অবস্থান করবে না।

অপরাধ দমন করা পুলিশের একার পক্ষে সম্ভব না। তাই অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে। দিওড় ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক তাজরুল ইসলাম,ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন,তোমাদের স্কুলে আসা যাওয়া মাঝে কেউ যদি কোন প্রকার ইভটিজিং কিংবা হয়রানি করে থাকে তাহলে তোমরা তোমাদের স্কুল শিক্ষক অথবা ৯৯৯ যোগাযোগ করবে।

পত্রিকা একাত্তর /এবিএম মুছা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news