জীবননগর বিভিন্ন সার ডিলার পয়েন্টে অভিযান পরিচালিত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

২৯ আগস্ট, ২০২২, ১ year আগে

জীবননগর বিভিন্ন সার ডিলার পয়েন্টে অভিযান পরিচালিত

২৯শে আগস্ট ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার বিভিন্ন সার ডিলার পয়েন্টে অভিযান পরিচালিত হয়। চাষীদের বিভিন্ন সময়ে অভিযোগের প্রেক্ষিতে এসময় বেশকিছু বিসিআইসি ও বিএডিসি সারের ডিলার প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

জীবননগর হাসপাতাল গেটের সামনে মেসার্স হক ট্রেডার্স নামক বিসি আইসি ডিলার পয়েন্টে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ১১০০ টাকার ইউরিয়া সার ১২৫০ টাকা, ১১০০ টাকার টিএসপি সার ১৭০০ টাকা, ৮০০ টাকার ডিএপি ৯৫০ টাকায় বিক্রয় করেন।

উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং বেশি মুল্যে সার বিক্রয়ের ২টি রশিদ বই জব্দ করা হয়। এসময় সবাইকে সতর্ক করা হয় এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পত্রিকা একাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news