ভুক্তভোগী সেবা না পেলে থানা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা : পুলিশ সুপার

নেত্রকোণা জেলা প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২২, ১ year আগে

ভুক্তভোগী সেবা না পেলে থানা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা : পুলিশ সুপার

পুলিশ জনগণের বন্ধু। বন্ধুর কাছে বিপদে আশ্রয় পাবে এটাই স্বাভাবিক। 'মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ''এই স্লোগানকে ধারণ করে নেত্রকোণা জেলা পুলিশকে তাদের কার্যক্রম পরিচালনা করতে উদ্ভুদ্ধ করে যাচ্ছেন নেত্রকোণা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

আজ ২৮আগষ্ট ২০২২ (রবিবার) নেত্রকোণা জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ। উক্ত সভা অনুষ্ঠিত হয় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন যে,কোন ভুক্তভোগী থানায় গিয়ে সঠিক সেবা না পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিরুদ্ধে।

তিনি আরও বলেন সংবাদপত্র হলো জাতির দর্পণ আর সাংবাদিকগণ হলো জাতির বিবেক।তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন নেত্রকোণাকে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গি মুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা অপরিসীম তাই তাদের সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সদর সার্কেল মোরশেদা খাতুন, মডেল থানা অফিসার্স ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।এ সময় উপস্থিত নেত্রকোণা জেলা প্রেসক্লাব, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার নেত্রীবৃন্দ ও সাংবাদিকগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পত্রিকাএকাত্তর /খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news