বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত


উপজেলা প্রতিনিধি, বিরামপুর প্রকাশের সময় : ২৯/১০/২০২২, ২:৫১ অপরাহ্ণ / ৭২
বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

“কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় বিরামপুর থানা থেকে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদর্শন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় এসআই হরিদাস বর্মনের সঞ্চালনায় সিনিয়র পুলিশ সুপার সার্কেল (বিরামপুর-নবাবগঞ্জ) ওহেদুন্নবী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার,

আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ড, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শ্যামল কুমার রায়, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার রায় অপু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত প্রমুখ।

এ সময় বিরামপুর পৌর সভার প্যানেল মেয়র আবুল কালাম আজাদ বকুল, একরই মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাদাশা চৌধুরী, উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মেম্বারদ্বয়, পৌর কাউন্সিলরদ্বয়, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুধী মন্ডলীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর / এবিএম মুছা