চেকপোস্ট পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

২৮ আগস্ট, ২০২২, ১ year আগে

চেকপোস্ট পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন অদ্য ২৭.০৮.২০২২ তারিখ ৫:০০ ঘটিকায় দর্শনা সীমান্তবর্তী জয়নগর চেকপোস্ট পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার চেকপোস্টে কর্মরত অফিসার ফোর্সের সাথে পরিচিতি ও কুশলাদি বিনিময় করেন। পুলিশ সুপার চেকপোস্টে নবনির্মিত ভবন, অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার চেকপোস্টে কর্মরত অফিসার-ফোর্সদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ এবং ভারতে গমনাগমনকারী প্রত্যেক সিটিজেনের সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে। জয়নগর চেকপোস্ট ব্যবহারকারী সম্মানিত সিটিজেনগণ পরবর্তী সময়ে পুলিশ সম্পর্কে যেন নেতিবাচক/বিরূপ মন্তব্য না করতে পারে সে লক্ষ্যে সকলকে সোচ্চার থাকতে হবে।

ব্লাক লিস্টেড কেউ যেনো ইমিগ্রেশন দিয়ে গমনাগমন করতে না পারে সেদিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের পাঁচটি নির্দেশনা সর্বদা মেনে চলতে হবে। অপেশাদার ও অমানবিক আচরণ পরিহার করতে হবে। সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। এছাড়াও চেকপোস্টের মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার পরিছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

পরিশেষে তিনি চেকপোস্ট কম্পাউন্ডে ফলজ বৃক্ষ রোপন করেন। উক্ত সময়ে উপস্থিত ছিলেন মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), লুৎফুল কবীর, অফিসার ইনচার্জ, দর্শনা থানা, আবু নাইম, এসআই(নিঃ) ইনচার্জ, জয়নগর চেকপোস্ট, দর্শনা, চুয়াডাঙ্গাসহ চেকপোস্টর সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।

পত্রিকা একাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news