মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

২৪ আগস্ট, ২০২২, ১ year আগে

মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

আব্দুল্লাহ্ আল-মামুন গত ২২.০৮.২০২২ তারিখ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন। নবাগত পুলিশ সুপার সাথে চুয়াডাঙ্গা জেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে উপহার দিয়েছেন কাঙ্ক্ষিত স্বাধীনতা, যাদের অবদান যুগের পর যুগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের পক্ষ থেকে নিজেদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে সদা প্রস্তুত থাকবেন। মহান মুক্তিযুদ্ধে যেমন তাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তেমনি স্বাধীন বাংলাদেশে উন্নয়ন ও অগ্রযাত্রায় কাজ করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার সকলের আর্শীবাদ ও সহযোগিতা কামনা করেন।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চুয়াডাঙ্গাসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।

পত্রিকাএকাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news