গ্রেনেড হামলার প্রতিবাদে আ.লীগের আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ আগস্ট, ২০২২, ১ year আগে

গ্রেনেড হামলার প্রতিবাদে আ.লীগের আলোচনা সভা

“বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গীবাদের ঠাঁই নাই”—এই স্লোগানকে সামনে রেখে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১শে আগস্ট) বিকাল ৪টায় ডোমার নাট্য সমিতি মঞ্চে ডোমার উপজেলা শাখা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহিদ আহম্মেদ শান্তু, দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং হরিণচড়া ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদ শাহীন, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মুজিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বজ্ঞ পাপন প্রমূখ।

বক্তারা ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ও গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফেরত এনে শাস্তি কার্যকরের দাবী জানান। এছাড়া হামলার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবী করেন। সেদিনের নিহত শহীদদের স্মরণে আলোচনা করেন নেতৃবৃন্দরা।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news