মোল্লাহাটে শিক্ষা দিবস পালিত


উপজেলা প্রতিনিধি, মোল্লাহাট প্রকাশের সময় : ২৭/১০/২০২২, ৯:৩৫ অপরাহ্ণ / ১২৯
মোল্লাহাটে শিক্ষা দিবস পালিত

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে শিক্ষা দিবস ২০২২ পালিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় ২৭ অক্টোবর বৃহস্পতিবার এ দিবস পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় এক র‍্যালি গাড়ফা বাজার প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়।

উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, শিক্ষা সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ঘোষগাতী মাদ্রাসা সুপার মোঃ বশির আহমেদ, অধ্যাপক রাসেল, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, রমেশ চন্দ্র খান, বিন্দু প্রসাদ, শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।

পত্রিকা একাত্তর / সৌরভ কুমার