ইবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়

২১ আগস্ট, ২০২২, ১ year আগে

ইবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

ইবি প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নৃশংস গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ শ্রদ্ধায় গ্রেনেড হামলা দিবস ২০২২ পালন করা হয়েছে। গ্রেনেড হামলা দিবসে নিহতদের স্মরণে ইবিতে প্রতিবাদ র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বর থেকে একটি প্রতিবাদ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শেষ হয়। র‌্যালি শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন পরিষদ, ফোরাম, হল, বিভাগ সহ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পত্রিকা একাত্তর /সামী আল সাদ আওন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news