বঙ্গবন্ধুর স্বাস্থ্য নীতি এখনো বাস্তবায়ন হয়নি

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

বঙ্গবন্ধুর স্বাস্থ্য নীতি এখনো বাস্তবায়ন হয়নি

শোকের মাস ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ২০ আগষ্ট রাজধানী ঢাকার মালিবাগে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে" বঙ্গবন্ধুর স্বাস্থ্য নীতি ও বর্তমান প্রেক্ষাপট" শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকাস্থ ফেনী জেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বার্তার বার্তা সম্পাদক সৈয়দ রেফাত সিদ্দিকী, পল্লী পণ্য গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ ফয়জুল ইসলাম সেলিম, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন। নির্বিচারে পরিবারের সকল সদস্যকে এবং জাতির জনককে যারা হত্যা করেছে তারা অত্যন্ত গর্হিত কাজ করেছে।

যা ক্ষমার অযোগ্য। আমরা চাই জাতির জনক যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রত্যেকটি নাগরিক তার মৌলিক অধিকার ভোগ করবে বিশেষ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছিলেন তা বাস্তবায়ন এখনো অধরা রয়ে গেছে। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার কাজ করলেও তবে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি।

অনুষ্ঠানের সভাপতি বলেন, আমরা জাতীয় রোগী কল্যাণ সোসাইটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন। শোকের মাস উপলক্ষে ইতিমধ্যে সারা দেশে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হলো। আমরা চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা হোক।

এ সময় অসহায় ও গরিব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণসহ পাশাপাশি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

পত্রিকাএকাত্তর /রফিকুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news