নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শনে ইউএনও

উপজেলা প্রতিনিধি, নন্দীগ্রাম

১৮ আগস্ট, ২০২২, ১ year আগে

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শনে ইউএনও

বগুড়ার নন্দীগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শিফা নুসরাত। বুধবার (১৭ আগষ্ট) দুপুরে তিনি নন্দীগ্রাম পৌর এলাকায় নামুইট গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করে গুনগতমান দেখে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত।

জানা গেছে, ভূমিহীন ও গৃহহীনদের ঘর নিয়ে চিরুনি অভিযান চালাচ্ছেন ঘর পাওয়া স্বত্বেও যে সকল উপকারভোগীরা মুজিব বর্ষের ঘরে বসবাস করছে না, তাদের নাম বাতিল করে সেখানে প্রকৃত অসহায় মানুষকে পুনর্বাসিত করার কাজ করছেন (ইউএনও)শিফা নুসরাত।

সূত্রেজানা গেছে, নন্দীগ্রাম পৌর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২০২১-২২ অর্থবছরে তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে নামুইট গ্রামে ২৫ জন গৃহহীন পরিবার জমিসহ নতুন ঘর পাচ্ছে।

প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শত টাকা।নামুইট গ্রামের কয়েকজন উপকারভোগীর সাথে কথা বলে জানা যায়, কেউ অন্যের বাড়িতে, কেউ ভাড়া বাড়িতে, আবার কেউ কেউ সরকারি খাস জমিতে কোন রকম কুঁড়েঘর তৈরি করে নিদারুণ কষ্টে দিন পার করছেন।বর্তমানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত বাড়িগুলো দেখে তাঁরা নিজের ঘরে, নিজের একটি জায়গায় বসবাস করার স্বপ্ন বুনতে শুরু করেছে, কখন উঠবেন স্বপ্নের সেই ঘরে-এই ভাবনায় রয়েছে বিভোর।

পরিবারগুলো বলেন, এত সুন্দর ইটের বাড়িতে আমাদের বসবাসের সুযোগ হবে আমরা তা কখনোই ভাবিনী, তাছাড়া ইচ্ছে থাকলেও জায়গা কিনে বাড়ি তৈরির সামর্থ্য আমাদের নেই।প্রধানমন্ত্রীর এ উপহার আমাদের জন্য শুধু মাথা গোঁজার ঠাঁই নয় বরং একটি স্বপ্নের বাস্তবায়ন।

আমরা চির কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নন্দীগ্রাম উপজেলা প্রশাসনকে। এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।

পত্রিকাএকাত্তর /আব্দুল আহাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news