চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

১৫ আগস্ট, ২০২২, ১ year আগে

চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‍্যালী, বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ছবি প্রদর্শনী, আলোচনা সভা এবং দোয়া মাহফিল ছিল উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, এ সময় তিনি বলেন, আমাদের সকলকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ হৃদয়ে লালন করতে হবে। তা হলেই সেটা হবে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর সেরা উপায়। বর্তমানে বঙ্গবন্ধুর বাংলাদেশ উপেক্ষিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় উন্নয়নশীল দেশের স্বীকৃতিপ্রাপ্ত এক প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচিতি আদায় করে নিয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল মতিন খান, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পত্রিকাএকাত্তর /শামছুদ্দিন খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news