জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাংকন

নড়াইল জেলা প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২২, ১ year আগে

জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাংকন

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বাষির্কী ও ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস -২০২২ পালন উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি, নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা শিশু একাডেমি চত্বরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় ৩টি গ্রুপে ২শতাধিক শিশু প্রতিযোগী অংশ গ্রহন করে।

কবিতা আবৃতি প্রতিযোগীতায়- ক-গ্রুপে- প্রথম- নড়াইল শহর সরকারি প্রঅথমিক বিদ্যালয়রের নওুরন আজম মেধা, খ গ্রুপে- প্রথম- নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ঈপ্সিতা বকসী, গ গ্রুপে- প্রথম- লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নুসরাত ইসলাম, চিত্রাংকন প্রতিযোগীতায় কগ্রুপে- প্রথম- মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নন্দিনী পাল, খ-গ্রুপে- মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহিয়া আল মাশরী, গ-গ্রুপে- নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মুন্তাসির রহমান মাহিন।

প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো অলিয়ার রহমানের জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেল গলগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ তাজুল ইসলাম, আবৃতি প্রশিক্ষক সৌরভ ব্যানার্জী, শিশু একাডেমির কর্মকর্তা, প্রতিযোগী শিশু ও অভিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news