ডোমারে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৮ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ই আগস্ট) বেলা ১২টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন।

সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, পৌর মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, কমরেড মফিজার রহমান দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনিছুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাম্মেল হক।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা আ. লীগের সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আক্তার বানু, মুন ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মশিয়ার রহমান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে উপজেলার পাঁচজন অসহায় ও অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news