দিনাজপুরে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

৫ আগস্ট, ২০২২, ১ year আগে

দিনাজপুরে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন তারুণ্যের অহংকার।

ছিলেন বহু প্রতিভার অধিকারী একজন সৃষ্টিশীল মানুষ। ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ৬৯'র গণঅভ্যুত্থানে শেখ কামালের সক্রিয় অংশগ্রহণ ছাত্রসমাজকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতো। ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং সংগঠক হিসেবে ছাত্রদের কাছে প্রিয়পাত্র ছিলেন শেখ কামাল।

বাংলার ছাত্রসমাজ সেদিন শেখ কামালের মধ্যে খুঁজে পেতো বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। তিনি বলেন, শেখ কামাল যিনি স্বপ্ন দেখতেনÑ ফুটবল, হকি কিংবা ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার। ৫ আগষ্ট শুক্রবার দিনাজপুর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক প্রদান ও গাছের চারা বিতরণ এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম(বার), জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জোনাল স্যাটেলমেন্ট অফিসার মো. শামসুল আযম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান সাধারণ সম্পাদক সোহরাপ হোসেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম সহঅন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ২ জন প্রশিক্ষিত যুবকে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ এবং ২শ টি ফলজ ও বজন গাছের চারা বিতরণ করেনপ্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এরপর দোয়া অনুষ্ঠিত হয়।

পত্রিকাএকাত্তর /আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news