ব্যবসায়ী হত্যা মামলার দোষীদের দৃষ্টান্তমূলক বিচারর দাবি

নড়াইল জেলা প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২, ১ year আগে

ব্যবসায়ী হত্যা মামলার দোষীদের দৃষ্টান্তমূলক বিচারর দাবি

নড়াইলে ব্যবসায়ী কামরুল শেখ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁচুড়ি বাজার বণিক সমিতির উদ্যোগে শনিবার ( ৩০জুলাই) বেলা ১১টায় চাঁচুড়ি বাজারে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে যোগ দিতে চাঁচড়ি, পুরুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারীপুরুষ নির্বিশেষে নিহতের স্বজন ও এলাকাবাসী মিছিল নিয়ে কয়েক হাজার লোক চাঁচুড়ি বাজারে সমবেত হন। পরে সকলে নড়াইল-কালিয়া সড়কে মানববন্ধন করেন।

পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আমিরুল ইসলাম মনি, চাঁচুড়ি বাজার বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্যা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা আশরাফুলবারী মিহির, নড়াইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুকু মিয়া শেখ, পুরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, কালিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক মুুন্সি লুৎফর রহমানসহ নানা শ্রেনীপেশার মানুষের অংশ গ্রহনে বিশাল এ মানববন্ধন ঘন্টাব্যাপি স্থায়ী হয়।

এ সময় বক্তারা, চাঁচুড়ি বাজারের জুতা ব্যবসায়ী কামরুল শেখ খুনে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নানা দাবি সম্বলীত ব্যানার প্লাকার্ড হাতে মিছিলটি বাজার প্রদক্ষিণ কালে মিছিলকারীরা স্লোগানে স্লোগানে খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ্য শাস্তির দাবি জানান।

অধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা গত ৩০জুন পুরুলিয়া গ্রামের মক্তিযোদ্ধা পরিবারের সন্তান ব্যবসায়ী কামরুল শেখের বাড়িতে চড়াও হয়ে তাকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা এবং দুই ভাইসহ ৪জনকে গুরুত্বর আহত করে।

এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদি হয়ে মোট ৩২জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ জানায় এ মামলায় এখন পর্যন্ত পুলিশ ৩জনকে গ্রেফতার হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news